শুধু শুধু ঘন্টার পর ঘন্টা মোবাইলে গাড়ির রেসিং,
নিজের পছন্দমতো হাইস্পিড, ওভারটেকিং,
জীবনে যেগুলো করা যায় না
সেইসব আইন ভাঙ্গায় আশাতিত সাফল্য।
জীবনের থেকেও দ্রুতগতি মন ধাবমান,
এক লহমায় পেরোয় বিশ্ব ব্রহ্মাণ্ড প্রবহমান,
ছোট্ট মস্তিষ্কে বদ্ধ স্মৃতির প্রকোষ্ঠে আলোড়ন,
আদি অনন্তকাল ধরেই সৃষ্টি অনুসৃত জীবন,
ছোট্ট মস্তিষ্কে বদ্ধ স্মৃতির প্রকোষ্ঠে আলোড়ন,
এক লহমায় পেরোয় বিশ্ব ব্রহ্মাণ্ড প্রবহমান,
জীবনের থেকেও দ্রুতগতি মন ধাবমান।
সেইসব আইন ভাঙ্গায় আশাতিত সাফল্য,
জীবনে যেগুলো করা যায় না
নিজের পছন্দমতো হাইস্পিড, ওভারটেকিং,
শুধু শুধু ঘন্টার পর ঘন্টা মোবাইলে গাড়ির রেসিং।
শুভ সকাল প্রিয়তমেষু কবি,
খুবই সুন্দর উপস্থাপনা ও মনোমুগ্ধকর কথামালা।দারুণ অনুভূতির।।
অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম জীবনবোধের, বিবিধ কবিতা পাতায় হে কবি,,, শুভেচ্ছা রইল
একদম ।সঠিক উপলব্ধির আলোড়ন কবিতায় ।শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
চমৎকার উপলব্ধি দাদা। দারুণ অনুভূতির। শুভেচ্ছা রইল প্রিয় কবি।
চমৎকার জীবনবোধের অনন্য সুন্দর অনবদ্য কবিতা পাঠে মুগ্ধ হলাম প্রিয় কবি। শুভকামনা থাকলো আপনার জন্য।
ভালোই বললেন দাদা।
ভালো লাগলো খুব।
আশা করি ভালো আছেন।
প্রণাম রাখলাম চরণে।
সংক্রমন এই ব্যাধির সমাজ ব্যবস্থায় রোধ কল্পে সুন্দর লেখনিতে মুগ্ধ প্রিয় সম্মানিত কবিজী। অনেক ভাল লাগা রইল। শুভসন্ধ্যা।।
না মুছবেন না।সুন্দর বাস্তব কথা লিখেছেন
অনেক ধন্যবাদ
ডিজিটাল যুগের সংক্রমন...
এই লেখা মুছে ফেলা নয়
জরুরী মননে সংরক্ষণ...
নীহারিকা***
"সেইসব আইন ভাঙ্গায় আশাতিত সাফল্য
ছোট্ট মস্তিষ্কে বদ্ধ স্মৃতির প্রকোষ্ঠে আলোড়ন, "
ঠিক, এর থেকেই বোঝা যায় অনেক কিছু। ভালো কতটা হবে জানা নেই তবে জীবনটা এডভেঞ্চারের নেশাগ্রস্ত হয়ে পড়বে নিশ্চিত ফলত প্রভাবিত হবে ভবিষ্যৎ।
সমস্যার বাস্তব উপস্থাপনা।
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালোথাকবেন কবি।
দারুণ আবেগঘন পুনরাবৃত্তি মূলক বিবিধ কবিতা,
ভাল লাগলো ; শুভকামনা রইল।
মনের গতি অসীম। দারুন সুন্দর প্রকাশ। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
অন্য ধারার লেখা।দারুণ আন্তরিক লেখা।
প্রণাম নেবেন।
সম্ভবতঃ আপনার লেখাটি বেদনার চাদরে মোড়া।
অন্তহীন ছোটার পেছনে শৈশব ঘুমিয়ে পড়ছে।
হার্দিক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
মনের গহীনে লুকানো গোপন ইচ্ছার চমৎকার প্রকাশ।
খুব ভালো লাগলো শ্রদ্ধেয় অগ্রজ কবিবর।
কবিতার গঠন নিজের মতই হবে! তাতে কার পছন্দ হল আর না হল তা নিয়ে ভেবে লাভ কি? দারুন প্রচেষ্টা! বাস্তবতাকে তুলে ধরেছেন নিপুণ দক্ষতায়! ভীষণ ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
অভিনব। অভিনন্দন, সম্মানিত কবি।
অসাধারণ!দারুণ লিখেছেন কবি।শুভেচ্ছা একরাশ-
মানুষ মানুষকে নানা ভাবে মাতিয়ে অর্থ উপার্জন করতে চায় , মানে পুঁজিতন্ত্রের সংস্কৃতি ।
কাব্যে তারই এক সুন্দর দৃশ্য উঠে এলো ।
মানবিক বিচারের সুন্দর কাব্য, মুগ্ধ ।
শুভেচ্ছা , ভালো থাকুন, সুস্থ্য থাকুন সবসময় , প্রিয় প্রবুদ্ধ কবি ।
এমন একটি সচেতনতামূলক ও সমস্যাকে চিহ্নিত করা কবিতা মুছে দিতে হবে কেন! এটি বর্তমানে একটি সামাজিক ব্যধিতে পরিণত হয়েছে কবি। একটি প্রজন্মকে ধ্বংস করার পায়তারা হিসেবে এ ধরণের এপস সহজলভ্য হয়ে পড়েছে। খুবই ভালো লিখেছেন কবি। শুভকামনা প্রিয় কবি। আজকাল কাজের চাপে অনিয়মিত হয়ে পড়েছি বিধায় যোগাযোগটা কমে গেছে। দুঃখ প্রকাশ করছি প্রিয় কবি।
মোবাইলে গাড়ির রেসিং! ডিজিটাল জামানায় সব কিছুই হাতের মুঠোয়, ইচ্ছে হলেই সব করা যায়! ভাবনার দারুণ প্রকাশ!
অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
মনোমুগ্ধকর জীবনবোধের উপস্থাপন ।। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। আমি আপনার সার্বিক মঙ্গল কামনা করছি ।। শুভ রাত্রি প্রিয় কবি
চমৎকার অনুভূতি প্রকাশ প্রিয় l