সবাই বলেছিল যাব না;
কেন না চাকরির বিজ্ঞাপনটি  ছিল অস্থায়ী ঝাড়ুদারের,
ভবিষ‍্যতে স্থায়ী চাকরী অথবা উন্নতির সম্ভাবনাও আছে,
কিন্তু সে তো ভবিষ‍্যতের কথা, যা ভবিষ‍্যতই বলবে।
মাত্র কয়েকটিই পদ, তাতেই চায়ের পেয়ালায় তুফান,
কয়েকদিন ধরেই ফিসফিস গুঞ্জন আনাচে কানাচে।


কে জানত, সেদিন বাজার বন্ধ, দোকান বন্ধ,
সবরকমের ছোট যানগুলোও উধাও রাস্তায়,
ঘরের খেয়ে, মুখ কাপড়ে ঢেকে চাকরী।
মোটামুটি ঐ তো, সকালে এক ঘণ্টা বিকেলে এক ঘণ্টা
লেখাজোকা নেই তবে এটাই হয়ে যাবে দস্তুর,
সেজেগুজে সমুদায় যুব সম্প্রদায় সাত সকালে হাজির।


সর্বনাশ এখন কি হবে?
কাদের নেওয়া হবে সবই তো ঠিক হয়ে আছে,
পুলিশ ডাকো পুলিশ, জননিয়ন্ত্রণ করতে হবে যে।
কেউ বলল, জননিয়ন্ত্রণ না জনবিক্ষোভ সামলাতে হবে,
কেন না বিজ্ঞাপনটি হয়ত বাতিল হয়ে যাবে।
দিন আনি দিন খাই যাদের, তারা আজ কি খাবে?