চল বন্ধু, চলতে হবে,
হাঁটতে হবে জোরে,
যেতে হবে অনেক দূরে
জীবন পথের পরে।
যেতে যেতে হয়ত তুমি
যেতেও পারো পড়ে,
একশত হাত এগিয়ে এসে
তুলবে তোমায় ধরে।


চলার পথে বন্ধু তুমি
দাঁড়িয়ে যদি যাও,
হতেও পারে হয়ত তুমি
শক্ত অতো নও,
দেখবে তুমি সঙ্গে যারা
হাঁটছে কেমন জোরে,
মনে যদি সাহস আনো
হাঁটবে তুমিও জোরে।


মাঝে মাঝে পথের ধারে
কাজল দিঘির পাড়ে,
একটু সময় জিরিয়ে নিও
শরীর শীতল হবে।
উঁচু নিচু পাহাড়ী পথে
পাইন গাছের ফাঁকে,
দেখতে পাবে বরফ চূড়া
যাচ্ছে মেঘে ঢেকে।


বেলা যখন গড়িয়ে যাবে
ধরবে নানান ব‍্যামো,
মনের মধ‍্যে সবুজ নিশান
সেটাই ধরে রেখো।
যেতে হবেই সবাইকে তো
শরীর করে দান,
সবার মনে রেখে যেও
তোমার অবদান।


এই কবিতাটি উৎসর্গ করলাম, এই আসরে আমার ভাতৃপ্রতিম বন্ধু ও প্রিয় কবি মোঃ আবদুল লতিফ রিপন কে, তার লেখা কবিতা "মধ‍্যপ্রান্তে" পাঠ করে।