ভোকাট্টা ভাসছে ঘুড়ি
সদ‍্য ফোটা গোলাপ কুঁড়ি
স্বাধীন চেতার হুড়োহুড়ি।
গেল গেল সবই গেল,
একূল, ওকূল, দুকুল গেল
হুঁশিয়ারি হারিয়ে গেল,
বেইমান সব হিসেবগুলো
হাটে হাঁড়ি ভেঙ্গেই দিল।


সময় যখন দৌড়ে পালায়,
তাল মেলানোর জোয়ার ভাঁটায়,
মিছে কথার টালবাহানায়,
রাতের স্বপ্ন, কোমর দোলায়।
বকবকমের মণিকোঠায়,
মাতাল হাওয়া চোখের ভাষায়,
পথ হারানোর নতুন দিশায়,
মানভঞ্জন চিলেকোঠায়।


হাঁটতে হাঁটতে কথায় কথায়,
পথটা হারায় অবলীলায়,
গোলাপ ফুলের দেওয়া নেওয়ায়,
বেহুঁশ মনে স্বপ্ন সাজায়।
অনেক কিছুর যোগসাজশের
কলসী ভরা কানায় কানায়,
ভরা ফাগুন রঙিন নেশায়
পলাশ বনে আগুন লাগায়।