হৃদয়ের গভীরে একটা ব‍্যথা!
ক্রমশ সেই ব‍্যথাটি
শক্তি বাড়িয়ে পরিণত হচ্ছিল,
উথালপাথাল আবেগী তরঙ্গে।
তখনও কথা বলার সময় হয় নি,
অথচ মনের ভেতর
জিংগল বেলের সুমধুর ধ্বনি,
চারপাশে ফিসফিস কানাকানি।


পরিযায়ী পাখিদের ভীষণ ভীড়
সবাই চাইছে নীড় বেঁধে থাকতে,
অন্তরের সুপ্ত হ্রদের স্বল্প পরিসরে
কতজনকে আর স্থান দিতে পারবে?
এসব মরসুমীরা কতক্ষণই বা থাকবে?
চঞ্চল মন তাও বাগ মানে না
প্রতীক্ষার শেষ আর হয় না,
অবশেষে চাঁদের জ‍্যোৎস্নায় প্লাবন।


সুন্দরের আহ্বান ধ্বনিত হতে লাগল
সুন্দরীর মনের অলিন্দের গোপন কুটিরে,
বসন্ত না হলেও উদাসী বাতাসে,
দৃষ্টি বিনিময় পূর্ণতা পেল গোপন অভিসারে।
সুক্ষ্ম অনুভূতির পরতে পরতে
তখন বাঁধ ভাঙার গান,
সমস্ত প্রতিরোধ ব্রাত‍্য করে
দুর্বার বেগে ভেসে চলল দুটি প্রাণ........