আতশবাজি, শব্দবাজি বন্ধ, পরিবেশ দূষণ রোধে,
পাড়ায় পাড়ায় সচেতনতা, পুরস্কারের লোভে,
বাজেয়াপ্ত বাজি ই আবার বিক্রি ডবল দামে,
সকল বাজি ই যাচ্ছে কেনা, সবুজ মোড়ক ঢেকে।
উড়ন তুবড়ি, বসন তুবড়ি, যায় না দেখা চোখে,
ব্যাবসায়ীদের হাওয়াই বাজি, এখন কুলীন বটে,
গরীব ঘরে ফুলঝুরি আর চরকি ঘোরে রাতে,
সেই আনন্দেই কচি ও কাঁচা, তা ধিন ধিন নাচে।
শব্দ দূষণ শিকেয় তুলে, বাজছে ডিজেগুলো,
মধ্য রাত্রি ফাটছে বাজি, গগন আলোয় আলো!
গাছের পাখি তারস্বরে, চেঁচায় অন্ধকারে,
পাড়ার কুকুর লেজ গুটিয়ে, প্রাণের ভয়ে ছোটে,
বয়স্ক দের বাজি র ধোঁয়ায়, বুকে হাপর ওঠে।
সকাল হলেই খবর কাগজ, শুধু জাবর কাটে,
প্রশাসনিক ব্যার্থতার কথা, তোতা পাখির ঠোঁটে,
মন্ত্রী মশাই গাইছে সাফাই: পূজোয় এমনটাই ঘটে।
আতশবাজি, শব্দবাজি বন্ধ, আদালতের রায়ে,
কিন্তু চলে অখাদ্য ভক্ষণ, অনলাইনের সাথে,
অবিশ্রান্ত পড়ছে বোমা, শত্রু প্রধান দেশে,
পারমাণবিক বিস্ফোরণ ঘটে, জলজ প্রাণীর মাঝে।
রাজ পথেতে গাড়ির ধোঁয়ায়, বায়ু দূষণের ক্ষতি,
এয়ার পলিউশন মিটারে বাড়ছে, শহরের দুর্গতি।
বর্জ্য মিশে জলাশয়ে, মাছের অকাল মরণ,
হাওয়ায় ওড়ে বজ্র নির্ঘোষ, মানুষ যেমন তেমন।
সুবিন্যস্ত সুগভীর ভাবগাম্ভীর্যের সঙ্গে পরিমার্জিত ও বাস্তবিক এবং প্রশংসনীয় নিপুণ অনুরণ জড়িয়ে সমৃদ্ধ ভাষায় বিচরণ করে সুন্দর অনুভূতির প্রকাশ মুগ্ধ। ভালো থাকুন কবি।
অত্যান্ত সময়োপযোগী এবং সত্য উপস্থাপনা।
মানুষ কবে বুঝবে ! মনেহয় নিজে দুর্দশায় না পড়লে চৈতন্য ফিরবে না।
" কিন্তু চলে অখাদ্য ভক্ষণ, অনলাইনের সাথে
প্রশাসনিক ব্যার্থতার কথা, তোতা পাখির ঠোঁটে, "
একদম, এরচেয়ে প্রাঞ্জল সত্য আর হয় না।
খুব ভালো লাগল কবি।
নানা সমস্যায়, আসরে একেবারেই অনিয়মিত হয়ে পড়েছি। জানি না কতদিনে কাটিয়ে উঠতে পারবো।
আন্তরিক শুভেচ্ছা রেখে গেলাম, ভালো থাকবেন নিরন্তর।
অনেক ব্যপ্তি নিয়েই অত্যন্ত প্রাসংগিক রচনা।
হার্দিক শুভেচ্ছা রইল প্রিয় কবি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
চমৎকার রচনা, এই সমস্যা বোধহয় এখন চতুর্দিকে মাথাচাড়া দিয়ে উঠছে, খুবই ক্ষতিকর। শুভেচ্ছা চিরন্তন প্রিয় কবি।
অসামান্য কথন। ভাল থাকুন প্রিয় কবি।।
অত্যন্ত সচেতনতামূলক ও জাগরণী কবিতা। কবিতা পড়ে মনে হয় কবি এসব অনাচারের বিরুদ্ধে অনেকটাই ক্ষুব্ধ! শুভকামনা থাকলো প্রিয় কবি।
অসামান্য লেখা, চালিয়ে যান।।
বাস্তবতায় গাঁথা অনন্য সুন্দর বিদ্রোহের প্রতিভাস।
সাধারণ মানুষের চেতনার অপূর্ব অনুপম লেখনী।
অসাধারণ কাব্যিকতা ও অনুভব ।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় শ্রদ্ধেয় জ্ঞানবান কবি ।
ভালো থাকুন সতত কামনা করি।
অসামান্য কথন। ভাল থাকুন। শুভেচ্ছা জানাই।
সমাজ সচেতনতায় দূরন্ত লেখনিতে শানিত হয় যেন এই বাংলার সাহিত্য হতে শিক্ষা নিয়ে মানবতার তরে অসাধারণ ভাবধারার লেখনির দেশাত্মবোধক কবিতাটি হতে। অসাধারণ লেখা। খুব ভাল লাগা রইল প্রিয় কবিজী। শুভসকাল। ভাল থাকবেন সতত। আর্শীবাদ জানবেন অবিরত।।
খুব তেজদীপ্ত সুন্দর হয়েছে । গুছিয়ে বিস্তারিত দারুণ প্রতিবাদে বলেছেন। কবিতার সৌন্দর্যটি সেখানে । বিদ্রোহী শব্দ দ্যোতনার অপূর্ব সমাবেশ । এই অত্যাচারে আমাদের দেশও অতিষ্ঠ । বলা নেই কওয়া নেই, পিলে চমকে দিয়ে ধুম ধাম শুরু হয়ে গেল । চমৎকার হয়েছে কবিতাটি। অনেক শুভকামনা প্রিয় কবি ।
সেই , কে শোনে কার কথা! দারুন সুন্দর প্রকাশ। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
খুব সুন্দর প্রতিবাদী ভাবনায় মুগ্ধ করলেন কবি । অনেক শুভেচ্ছা রইল ।
নান্দনিক ভাবনার দারুণ লিখন ।। প্রীতি ও শুভেচ্ছা নিরন্তর
"ব্রাহ্মণের হাজার মন্ত্র পাঠার এক কান ঝাড়া" আমাদের দেশে বাজি নিয়ে সেই অবস্থা চলছে! মানবতাবাদি ভাবনা এবং বিদ্রোহের অসাধারণ উপস্থাপনা প্রিয় কবি! দারুণ ভালো লাগলো! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এই নিয়ে আমার একটা লেখা আছে "পাপেট" সময় পেলে দেখে নেয়ার অনুরোধ থাকলো।
সাবলীল শব্দ মালা। মুগ্ধতায় ভঁরা। আপনাকে অভিনন্দন।
কবি চমৎকার জীবনমুখী লিখা পাঠে মুগ্ধতা সহ ভাললাগা রেখে গেলাম ধন্যবাদ।