আতশবাজি, শব্দবাজি বন্ধ, পরিবেশ দূষণ রোধে,
পাড়ায় পাড়ায় সচেতনতা, পুরস্কারের লোভে,
বাজেয়াপ্ত বাজি ই আবার বিক্রি ডবল দামে,
সকল বাজি ই যাচ্ছে কেনা, সবুজ মোড়ক ঢেকে।
উড়ন তুবড়ি, বসন তুবড়ি, যায় না দেখা চোখে,
ব‍্যাবসায়ীদের হাওয়াই বাজি, এখন কুলীন বটে,
গরীব ঘরে ফুলঝুরি আর চরকি ঘোরে রাতে,
সেই আনন্দেই কচি ও কাঁচা, তা ধিন ধিন নাচে।


শব্দ দূষণ শিকেয় তুলে, বাজছে ডিজেগুলো,
মধ‍্য রাত্রি ফাটছে বাজি, গগন আলোয় আলো!
গাছের পাখি তারস্বরে, চেঁচায় অন্ধকারে,
পাড়ার কুকুর লেজ গুটিয়ে, প্রাণের ভয়ে ছোটে,
বয়স্ক দের বাজি র ধোঁয়ায়, বুকে হাপর ওঠে।
সকাল হলেই খবর কাগজ, শুধু জাবর কাটে,
প্রশাসনিক ব‍্যার্থতার কথা, তোতা পাখির ঠোঁটে,
মন্ত্রী মশাই গাইছে সাফাই: পূজোয় এমনটাই ঘটে।


আতশবাজি, শব্দবাজি বন্ধ, আদালতের রায়ে,
কিন্তু চলে অখাদ‍্য ভক্ষণ, অনলাইনের সাথে,
অবিশ্রান্ত পড়ছে বোমা, শত্রু প্রধান দেশে,
পারমাণবিক বিস্ফোরণ ঘটে, জলজ প্রাণীর মাঝে।
রাজ পথেতে গাড়ির ধোঁয়ায়, বায়ু দূষণের ক্ষতি,
এয়ার পলিউশন মিটারে বাড়ছে, শহরের দুর্গতি।
বর্জ‍্য মিশে জলাশয়ে, মাছের অকাল মরণ,
হাওয়ায় ওড়ে বজ্র নির্ঘোষ, মানুষ যেমন তেমন।