সারা দিনের কাজের পরে
ক্লান্তি নামে দেহে,
ঘরটা আমার অনেক দূরে
তিনটে জেলার পরে।
ফেরার পথে কত জনই
আছে চেনাজানা,
কতজন তো নতুন ভাবে
হয় যে জানাশোনা।
ওদের কথা শুনতে শুনতে
শ্রান্ত দেহে নিদ্রা আসে,
নিজের কথা বলতে গেলে
হারিয়ে ফেলি খেই।


রাত্রি নামে আকাশ জুড়ে,
তারার আলোর খুশীর হাটে,
চাঁদের হাসি বাঁধ ভেঙ্গে দেয়,
ফুলের গন্ধ বাতাস মাতায়,
আমার মনের গহন কোণে
আলোকের রেখা খোঁজে।
ঘরের কোণেতে শান্তি বজায়,
কত আশা শেষে দুরাশা ঘনায়,
প্রিয়জন কত দুরে সরে যায়,
কত প্রয়োজন প্রতিহত হয়,
কিছু অনিচ্ছার প্রস্তুতি দেয়
শত ইচ্ছার আহুতি।


সময়ের সাথে কালের নিয়মে
চেনা পৃথিবীটা অচেনা দেখায়,
হাতছানি দেয় পুরোনো জীবন,
সারিবদ্ধ ভাবে স্মৃতি রোমন্থন,
মণি মানিক্যের ঝলকানি দেখে
পাই মানসিক প্রশস্তি।
অশক্ত দেহে হাঁটাচলা করি,
দেহে বাসা বাঁধে, যত রোগব্যাধি
প্রিয়জন কত ছেড়ে চলে যায়,  
শিথিল প্রাণের বন্ধন।
পরিচিত সব নিজের সৃষ্টি
বলে দেয় আমি প্রাক্তন।