বহুদিন তারাদের দেখি নি
বর্ষার ঘনঘটায় সবটাই ঢাকা,
মাঝেমাঝে দু এক ফোঁটা অশ্রুধারা
মনটাকে সিক্ত করে আপ্লুত করে দেয়,
সেটাই কি সব?
এক বুক আকাঙ্ক্ষা কি মেটে?


এমনিতেই এখন দূষিত বায়বীয় ধোঁয়াশা,
আমাকে সারাক্ষণ আবৃত করে রাখে,
নির্মল ঝকঝকে আকাশে গ্রহ তারা নক্ষত্র,
কটা দিনই বা দেখতে পাই?
নিষ্ফল আবেদন নিয়ে শুধুই আকাশের দিকে
চেয়ে চেয়ে কতদিন আর পার করা যায়?


ঐ দূরের তারকামণ্ডলীর অমোঘ আকর্ষণ,
আমার সমস্ত সত্ত্বাকে নিরন্তর আবিষ্ট করে রাখে।
বহু আলোকবর্ষ দূরের অগুন্তি বিশাল নক্ষত্ররা
যখন স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে,
তাদের পাঠানো সাংকেতিক বার্তাগুলো অর্থবহ করে,
তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রেরণ করি।


এইভাবে নিরন্তর সংকেত আদান প্রদানের প্রণালীতে
আমার ক্ষুদ্র জীবন, কালের চক্রে পিষ্ট হতে হতে
একদিন সমস্ত পার্থিব মোহ মায়া ত‍্যাগ করে
অভিযান শুরু করবে মহাশুণ‍্যে, কোনও নির্দিষ্ট বিন্দুতে।
তারপর সেও মহাবিশ্বের প্রত‍্যেক বিকিরণের সাথে
যুক্ত হবে নিয়মিত, সাংকেতিক ভাষার আদান প্রদানে।