পুঁজিপতিরা যারা বাস করে একই রাষ্ট্রে
তারা পরম বন্ধু, কিন্তু বিভক্ত দুটি দলে।
সম্মুখে সজ্জিত চৌষট্টিটি সাদা কালো ঘর
চলবে কপট যুদ্ধ ময়দানে দুর্ণিবার!
জনগণ বোড়েই শুধু মরবে নিরন্তর।


সবটাই যুদ্ধ যুদ্ধ খেলা
যাতে আখের গোছানো হবে মেলা,
লক্ষ‍্য নিজের নিজের পুঁজির বিবর্ধন,
আর শাসক এবং বিরোধী দল নেতাদের
স্বাস্থ্য রক্ষার নানান জামদানী উপঢৌকন।


তাই পুঁজিপতিদের সেবায় দুই কাল্পনিক দল,
একদলে শাসক দল কালো জার্সি,
অন‍্যদলে সব বিরোধী দল সাদা জার্সি,
আর তাদের অন্ধ সেবক, বোড়ে জনগণ
দুই দলে বিভক্ত হয়ে যুদ্ধ করবে মরণপণ।


সম্মুখ সারির যোদ্ধারা, একবার শুধু হোক খালি,
তারপর দুই দলের রাজা মন্ত্রী সঙ্গী সাথী
আকণ্ঠ নেশায় ডুবে খেলবে হোলি।
দুই পুঁজিপতির দল কেউই হবে না কিস্তিমাত,
তাদের কথাতেই চলবে, দেশের শাসনের চূড়ান্ত পাঠ।


[আসরে আমার শ্রদ্ধাভাজন প্রিয় কবি গোপাল চন্দ্র সরকারের ২২/০৪/২০২৩ তারিখে লেখা "ছুপে রুস্তম-২" পাঠ করে, উদ্বুদ্ধ হয়ে আমার এই লেখা।
এই কবিতাটি, কবি গোপাল চন্দ্র সরকার কে উৎসর্গ করলাম।]