জয়ের চিন্তা করতে করতে
সহজ পথের দিশায় মাথা খুঁড়ছে বিবেক,
অন লাইনে সফলতার রাস্তা অনেক।
জীবনের বাণী, কানের অভ‍্যন্তরে বাজে অহরহ,
অথচ হেরো দের বেড়েই চলে নিগ্রহ,
জিনিয়াসদের চারপাশেই যত জীবন্ত বিগ্রহ।


ব‍্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা প্রতিষ্ঠান,
রোজ খবরের কাগজে ছাত্র ধরার বিজ্ঞাপন!
পরীক্ষার পরে ছবি সহ থাকে সাফল‍্যের খতিয়ান।
সারা বছর পড়াশোনা করলেও, পরীক্ষার আগে
বুক ঢিপ্‌ ঢিপ্‌, তাই স্মরণ বিদ‍্যার দেবীকে,
অনলাইনে কেনা সাজেশান গুলো যেন কাজে লাগে।


পাহাড়ের চড়াই উৎরাই ভেঙ্গে ওপরে ওঠা-
মহাপ্রস্থানের পথের যাত্রীর মতো শুধু হাঁটা,
হারিয়ে যায় অনেকেই, পিঠে নিয়ে হেরোর তকমা।
দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া, মনোবলের কাঠামোটা
অসীম আত্মপ্রত‍্যয়ে এগিয়েও যেতে পারে সামনে,
প্রয়োজন শুধু, হাসি মুখে মেনে নেবার মানসিকতা।