শব্দগুলোর মূর্ছনাতে
কান পাতলে শোনা যায়,
আকাশ বাতাস যাচ্ছে বয়ে
নিরুদ্দেশের ঠিকানায়।
ডুব দিয়ে মন পাতাল ফুঁড়ে
ডাকছে কে তার হদিস চায়,
মন ভোলানোর হিসেব নিকেশ
বেহাগ রাগে গান শোনায়।


উড়ছে ঘুড়ি নীল আকাশে
বিহঙ্গিনীর ভঙ্গিমায়,
উমনো ঝুমনো গড়ের মাঠে
কড়া শীতের রোদ পোহায়।
মনের মাঝে মন পুড়িয়ে
অভাজনের শুদ্ধতায়,
শালিক পাখির কিচিরমিচির
সূর্য ডোবার ব‍্যস্ততায়।


আগুন জ্বেলে শীতের রাতে
সমর্পণের বার্তা দেয়,
না বলা সব কথার পিঠে
চোখের ভাষা জবাব চায়।
শিশিরসিক্ত ভোরটা জাগে
বেহুঁশ ঘাসের গালিচায়,
নতুন আলোয় নতুন রোদে
সাজছে ভুবন অপূর্বতায়।