শান্তি আপনি কোথায়?
আপনাকে পাওয়ার জন‍্য
এক পৃথিবী মানুষ বসে আছে,
হয়ত পৃথিবীর সব প্রাণীই থাকে?
অথচ আপনি ঘূর্ণায়মান লাট্টুর মতো
ঘুরেই যাচ্ছেন, ঘুরেই যাচ্ছেন,
কখনও ফুটপাতে, কখনও কুঁড়েঘরে
আবার নিমেষেই রাজপ্রাসাদে,
কিংবা কোনও ধ‍্যানমগ্ন মানুষের মনে।


আপনি কি জানেন, আপনার অনুপস্থিতিতে
কতজন মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছেন?
এটাও কি জানেন আপনাকে না পেয়ে
কতজন আত্মঘাতী হয়ে গেছেন?
আপনার পায়ের তলায় কি রকেট লাগানো থাকে?
ধূমকেতুর মতো উদয়, আবার নিমেষেই উধাও।


আপনি মনে হয়, নিজেও জানেন না,
আপনি কখন কোথায় ভালবাসবেন থাকতে?
তবে এটা জানি, আপনি যে কোনও দুর্যোগে
পালিয়ে যান, নিজের পছন্দসই বাতাবরণ খুঁজতে।


আপনি তো নিজে থেকে সাধারণত আসেন না,
তাই আমি, আমরা, সব্বাই,
আপনাকে শুধু খুঁজছি, খুঁজছি, আর খুঁজছি,
খুঁজেই চলেছি যতদিন জীবন।