অভিমান জমে জমে হিমালয়,
বরফ শীতল গ্লেসিয়ারে,
লুকানো অভিজ্ঞতা গুলির স্কেটিং অবিরত।
এখন তো বসন্তকাল
একটু উষ্ণতাই তো পারত বরফ গলাতে,
কিন্তু অনেক, অনেক দেরি হয়ে গেলে-
বয়সের শীতলতায় বরফ গলবে কি?
শুধু কার্টুন দেখেই সময় কাটবে কি?
আগ্নেয়গিরির লাভায় দাবানল জ্বলে,
অগ্নির সৃষ্টিও শক্ত দুটি পাথরের নিরন্তর ঘর্ষণে,
কুমেরু আর সুমেরুর চৌম্বকশক্তি, ব্যবহারযোগ্য,
কিন্তু দুই মেরুর মধ্যে আজীবন একই দূরত্ব।
বসন্তের সবুজায়নের সাথে সাথে, পর্বত গাত্রে,
ওক, পাইন, ম্যাপেল, দেবদারু গাছে
ধূর্ত শিকারী ঈগল ওত পেতে বসে থাকে।
হাঁটি হাঁটি পা পা আর কতদিন?
শিশুবেলা আর বুড়োবেলা...
সমান তালে চলা...
ঈগলের ভয়ে সঙ্কুচিত নয়...
শুধুই খেলা-খেলার ভাবমুগ্ধ হয়...
রেবতী***
অসামান্য রচনা
ভাল থাকুন
রূপকে চমৎকার কবিতা!
অসাধারণ লিখেছেন শ্রদ্ধেয় কবিবর!
রূপকের আলোকে বাস্তবতার চমৎকার প্রকাশ।
আপনার জন্য প্রাণঢালা শুভকামনা।
সদা ভালো থাকুন।
বেশ সুন্দর । রক্তিম শুভেচ্ছা ।
খুব সুন্দর!
অসামান্য নিবেদন।
সুস্থ থাকুন।
শেষ প্রশ্ন টাই কি লেখা টাকে একটা দুর্দান্ত আধুনিক কবিতার রূপে সাজিয়ে দিয়ে গেল না? কি জানি...
একটা পরিপূর্ণ সুন্দর লেখা শেষে এসে যেন আরো বেশি করে অসাধারণ হয়ে উঠল।
প্রথম স্তবকেও এক হাহাকার ভেতরে ছড়িয়ে গেল যেন,যখন শুনলাম "একটু উষ্ণতাই তো পারত বরফ গলাতে....."
প্রণাম
দারুন, খুবই ভালো লাগল। আসলে আমরা কেউ কেউ শরীরে, বয়সে বাড়লেও মনের দিক থেকে কিন্তু শিশুই রয়ে যাই। কার্টুন আমিও মাঝে মাঝে দেখি আমার বাচ্চাদের সাথে। আর কিছু না দেখলে অন্ততপক্ষে টম এন্ড জেরি। যা ছোটকালে না দেখলে পেটের ভাত হজম হতোনা। যাইহোক সুন্দর প্রকাশ, শুভেচ্ছা চিরন্তন প্রিয় কবি।
জমানো অভিজ্ঞতার স্তুপ বেড়েই যায় শুধু
গ্লাসিয়ার গলে মরুভূমি হয়ে যাচ্ছে ধুধু
তবু অভিজ্ঞতার বরফ গলে না কভু।
অপূর্ব ভাবনার অনবদ্য কাব্যিকতায় মুঠো ভরে ভালোলাগা নিয়ে গেলাম প্রিয় কবি প্রিয়জন।
হার্দিক শুভকামনা জানাই ভালো এবং সুস্থ থাকুন সবসময়।
সবাই বলেন, আর কতদিন! কিন্তু মনে হয় সবই সময় এর হাতে। কার্টুন দেখে যান দাদা। আমিও দেখি। এখন আমারও মনে হয় আর কত দিন!
সুন্দর বিষয় নিয়ে লিখেছেন!
খুব ভালো থাকুন সুস্থ থাকুন অবসাদ আনবেন না দাদা। ঘুরে বেড়ান কাছেপিঠে।
প্রণাম রাখলাম আপনার চরণে।
অত্যান্ত সুমধুর রচনা শৈলিতে রচিত প্রিয় কবিজীর কবিতাটি। খুব ভালো লাগা রইল। শুভসন্ধ্যা।
মোটেই শিশুসুলভ নয় চমৎকার উপমায় সমৃদ্ধ এক
রূপক রচনায় মন ভরে গেলো। হার্দিক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
হুম, সত্যি আর কতদিন !
এ দূরত্ব ঘোচে না, যতদিন যায় বাড়ে।
তবুও যেন শুধু কাব্য ভাবনাতেই থাকে এই দূরত্ব, বাস্তবে কারো না হয়।
খুব ভালো লাগল ছুঁয়ে যাওয়া অনুভবে।
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন কবি।
ভীষণ সুন্দর দারুণ মুগ্ধতা একরাশ প্রিয় কবি।
অসম্ভব সুন্দর ভাবনার অনবদ্য বহিঃপ্রকাশ।
ভীষণ ভীষণ ভালো লেগেছে।
ভালো থাকবেন সর্বদা।
অসাধারণ রূপকের ব্যবহারে চমৎকার প্রকাশ । অনন্য নিবেদন।। ভালো লাগলো।।হার্দিক শুভেচ্ছা রইল প্রিয় বরেণ্য কবি ভাল থাকবেন সুস্থ থাকবেন সব সময়।।
"শুধু কার্টুন দেখেই সময় কাটবে কি?"
"অগত্যা মধুসূদন" । "নাই মামার চেয়ে কানা মামা ভাল" ।
সময় বলবান ।
ঠিক বলেছেন ।
জ্ঞানবান কবির মনেধরা মনোমুগ্ধকর সুন্দর কাব্য , মুগ্ধ ।
হার্দিক শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে , ভাল থাকুন সদা ।
অসাধারণ পঙক্তি মালায় মন ছুঁয়ে গেল প্রিয় কবি। অভিনন্দন জানাই।
দারুন শব্দ চয়ন এবং কাব্যিকতায় অসাধারণ নান্দনিক বিরহ কাব্য! প্রতিটি শব্দের প্রতিটি চরণে দারুণ মুগ্ধতা নিয়ে গেলাম প্রিয় কবি! আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
অসাধারণ কবিতা রচনা। শব্দ চয়ন সত্যি মনোমুগ্ধকর। শুভকামনা
রুপকের বিবিধ সুর বাজে। আপনাকে ধন্যবাদ।
রূপকে বেদনার ধ্বনি যেনো বাজে কবিতায়। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
সুন্দর ভাষায় মার্জিত লেখনি, অপূর্ব শব্দচয়ন ও রচনাশৈলী। ভালো থাকুন,সুস্থ থাকুন
আন্তরিক শুভেচ্ছে, ভালোবাসা ।
চমৎকার আবেগময় ভাবনার অসাধারণ রচনাশৈলী প্রিয় কবি। শুভকামনা সবসময়। শুভরাত্রি।
দারুণ অনুভূতির বেশ অনন্য একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম
অপূর্ব শব্দশৈলীতে অনন্য রূপক কবিতা। নান্দনিক নিবেদন।
শুভেচ্ছা ও শুভকামনা অফুরান প্রিয় কবি।