অভিমান জমে জমে হিমালয়,
বরফ শীতল গ্লেসিয়ারে,
লুকানো অভিজ্ঞতা গুলির স্কেটিং অবিরত।
এখন তো বসন্তকাল
একটু উষ্ণতাই তো পারত বরফ গলাতে,
কিন্তু অনেক, অনেক দেরি হয়ে গেলে-
বয়সের শীতলতায় বরফ গলবে কি?
শুধু কার্টুন দেখেই সময় কাটবে কি?


আগ্নেয়গিরির লাভায় দাবানল জ্বলে,
অগ্নির সৃষ্টিও শক্ত দুটি পাথরের নিরন্তর ঘর্ষণে,
কুমেরু আর সুমেরুর চৌম্বকশক্তি, ব‍্যবহারযোগ‍্য,
কিন্তু দুই মেরুর মধ‍্যে আজীবন একই দূরত্ব।
বসন্তের সবুজায়নের সাথে সাথে, পর্বত গাত্রে,
ওক, পাইন, ম‍্যাপেল, দেবদারু গাছে
ধূর্ত শিকারী ঈগল ওত পেতে বসে থাকে।
হাঁটি হাঁটি পা পা আর কতদিন?