ভেঙ্গে গেলো একখানি
স্মৃতির আয়না,
সেটায় দৃশ‍্য ছিল, একরাশ মোহময়ী বায়না,
আরও ছিল, কে কে যেন, কি কি সব পায় না।


তুমি কি জানো?
ডুমুরের ফুল নাকি দেখা যায় না?
নিঃসীম অন্ধকারে, একলা নদীর মাঝে,
ঘোলা জল গ্রাস করে গোগ্রাসে
ঐ নলবন চর।


তুমি কি দেখেছো কোনও দিন?
স্মৃতির গভীরে ডুব দিয়ে, সদ‍্য ডোবা লাশ,
তারপরও ভেসে যায় খড়কুটো ধরে,
কার যেন বাঁচার প্রাণপণ প্রচেষ্টার দীর্ঘশ্বাস?


সবই ছিল,
তুমি, আমি, যা দেখেছি, যা দেখিনি,
ঐ দূরে, নীহারিকার আপেক্ষিক সীমানায়,
অজানা নতুন কোনও নক্ষত্রের গ্রহরাজীর সম্ভাবনায়,
কারা যেন আজও বসে দূরবীনে প্রতীক্ষায়?


ছিল ছিল, সবই অটুট ছিল,
সেই ভেঙে যাওয়া, একখানি স্মৃতির আয়নায়।