বিরাগভাজন হওয়ার থেকে
বুঝদার আগেই সরে আসে,
কিছু মানুষ তাও তো পিছু ছাড়ে না
শেষে যখন আর উপায় থাকে না,
দেওয়ালে পিঠ ঠেকে গেলে,
আত্মরক্ষার্থে যেতে হয় প্রতি আক্রমণে।


ইচ্ছের বিরুদ্ধে যেতে মন চায় না
অন্তরের বিক্ষোভ হার মানতেও চায় না,
প্রবল প্রতিপক্ষের সম্মুখীন হলে
অন্তিম প্রচেষ্টা, আপোষে মিটিয়ে নিতে।
কিন্তু ক্ষতবিক্ষত হয়ে ধুঁকতে ধুঁকতে
অনেকেই পরাজিত তকমা নিয়ে ফেরে।


জীবন একটাই, সংগ্রাম প্রত‍্যেক মুহূর্তে
কালের যাত্রায় নির্বিকল্প অন্তিম, ঘড়ি ধরে,
এর মধ‍্যেই ইচ্ছা অনিচ্ছা আশা আকাঙ্ক্ষা
চরম অনিশ্চয়তার সাপ লুডো খেলা,
প্রতিদ্বন্দ্বীদের তীক্ষ্ণ দৃষ্টি সততই টেনে নামানোয়,
কত আর বাঁচিয়ে চলা যায় নিজেকে?