চিরস্থায়ী সব কিছুই বড্ড সেকেলে,
সেই কোন জন্মলগ্ন থেকে
কোনও বিরাম নেই, একই ভাবে থাকা,
নতুন দিশা নেই, অথবা দিশাহারা।
যেন কোনও লালিত স্বপ্নের কয়েকটি অধ‍্যায়,
বারংবার একই গণ্ডিতে সীমাবদ্ধ।


যা কিছু অস্থায়ী, তার মজাই আলাদা,
এই আছে পরক্ষণেই নেই!
শুরু হবার আগেই মুখ থুবড়ে পড়া,
আবার নতুন স্বপ্ন, নতুন উদ‍্যম।
তবুও সততই ন‍্যাড়ার ইচ্ছে হয়,
হাঁটতে নতুন নতুন বেলতলায়।


জীবন নদীর ঢেউ এর উচ্ছ্বাসে,
এক কূল ভাঙ্গে, অন‍্য কূল গড়ে।
পুরোনো নদীর কূল ছেড়ে,
নতুন করে জেগে ওঠা কূলে বাসা বেঁধে,
আবার বেলা শুরু, জীবনের নতুন স্বপ্নে,
বেঁচে থাকার ক্ষণস্থায়ী, নতুন অনুভূতি আঁকড়ে।


তাও জীবন চলতে থাকে,
বারংবার ধাক্কা খেতে খেতে,
আমৃত‍্যু জন্মভিটে আগলে থেকে যেতে।
স্থায়িত্ব! তোমাকে আমার চাই না,
আমি কূপমণ্ডুক হয়ে একই আকাশ,
সারাটা জীবন দেখতে পারব না।