একটা সুখের কলসি, মুখের সামনে ঝুলছে,
আমি এগোলে, একইভাবে এগোতে থাকে,
আমি গতি বাড়ালে, পাল্লা দিয়ে ছোটে,
আমি দাঁড়িয়ে পড়লে, হাতছানি দিয়ে ডাকে।
অনেকদিন ধরে এভাবেই চলছে,
এই পেতে পারি খেলাটা ভালোই লাগে।
তাও কিন্তু ইচ্ছে হয় মাঝে মাঝে-
একটা টিয়া পাখি নিয়ে, লটারির দোকানে যেতে।
প্রিয় কবি, আমার মত দেখি আপনিও আসরে নিয়মিত নন। আমি বর্তমানে খুবই ব্যস্ত হয়ে পড়েছি। যাইহোক, আপনার এই লেখাটি আমার জন্য বেশ কঠিন হয়ে গেল। শুভেচ্ছা চিরন্তন প্রিয় কবি।
অনেক দিন লেখেননি।কিছু লিখুন।
অনন্য সুন্দর লেখনীতে জীবনবোধের গভীর উপলব্ধি প্রকাশ ।
অসাধারণ ভাবনাময় ঠিক পাল্লা দিয়ে যায়।
শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় সম্মানিত কবি।
ভালো থাকুন সতত কামনা করি ।
পারদর্শী হাতের ছোঁয়ার নন্দিত রচনাশৈলীতে মুগ্ধ হলাম কবিবর।
ভালো থাকুন নিরন্তর।
অসাধারণ। শুভ কামনা রইল। ভালো থাকবেন সবসময়।।
জীবনবোধের অসাধারণ অনুভূতিতে রচিত করলেন প্রিয় কবি গুণিজন। চমৎকার ভাবনা ও অসাধারণ আত্মতৃপ্তি। আশা হোক পূরণ হয়তো জাগ্রতে না হয়তো স্মৃতিতে। শুভসকাল ভাল লাগা রইল অফুরন্ত। ভাল থাকবেন সব সময় সতত। আর্শীবাদ জানবেন অবিরত।।
চমৎকার রূপকে আবেগময় জীবনমুখী উপলব্ধির বিবিধ কবিতা, ভাল লাগলো, শুভেচ্ছা ও শুভকামনা রইল।
দারুণ দারুণ
।কলসিটা চেনা যায় না বটে।শুভকামনা জানবেন কবি।
রূপকে জীবনবোধের এক দারুণ কবিতা!
অতি উত্তম আমেজ ।
চমৎকার রূপকে জীবনবোধের বিবিধ কবিতা, ভাল লাগলো, শুভেচ্ছা ও শুভকামনা রইল।
দাঁড়িয়ে আশালতা...
যদি ধরা দেয় বাহুডোরে
ভুলে যাব সব ব্যথা...
ভাবভঙ্গিমায় মুগ্ধ ব্যঞ্জনার সার্থকতা...
শ্রীলেখা***
ভীষণ সুন্দর একটি রূপক মন ভরালো। হার্দিক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
সুন্দর মনের আবেগঘন উচ্ছ্বাস ভরা , নান্দনিক উপমায়, আলেয়ার পিছে জেনেশুনে অহরহঃ ছোটা ! সুন্দর কাব্য কথা , "সুখের কলসি", মুগ্ধ ।
হার্দিক শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে , ভাল থাকুন সদা ।
খুবই সুন্দর অনুভূতির বেশ অসাধারণ একটি রূপক ও জীবনবোধের কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। আজকের দিনটি আপনার ভালো কাটুক ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম
বাহ! রূপকের আবহে দারুণ প্রকাশ। মুগ্ধ!
অশেষ শুভেচ্ছা ও শুভকামনা অফুরান প্রিয় কবি।
এ খেলা টা মন্দ না! সুখের প্রত্যাশা আছে বলেই ছুটতে ইচ্ছে করে! এই ইচ্ছে টা যেদিন মরে যাবে সেদিন আর ছুটতে মন চাইবে না! দারুন ভাবনা এবং অনুভূতির দুর্দান্ত উপস্থাপনা প্রিয় কবি ভীষণ ভালো লাগলো অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
সুন্দর ভাবনা।সুন্দর কবিতা।
......নৃপেন্দ্র নাথ অধিকারী
দারুণ কাব্য!
লটারি!!! পেলে পেতেও পারেন প্রিয় কবি। শুভকামনা রইল।
বেশ সুন্দর লিখেছেন কবি।l