ছোট্ট মেঘছানা টার একদিন শখ হলো,
জড়িয়ে ধরবে এভারেষ্ট এর চুড়ো।
বাতাসকে ডেকে তার মনের কথা বলল,
বাতাস বলল: তাই নাকি? যেতে পারলে চলো,
তাতে আমার আর কি এসে গেল।
মনের খুশিতে নাচতে নাচতে মেঘ ছানা-
বাতাসের পিঠে চড়ে এভারেষ্ট চলল।


কখনও রাতের অন্ধকার, কখনও দিনের আলো,
যেতে যেতে কতদিন তো পেরিয়েই গেল।
এক দিন দেখলো, নিচে দেখা যাচ্ছে সেই গ্রাম-
যেখান থেকে তার চলা শুরু হয়েছিল।
খুব দুঃখ পেয়ে বাতাস কে ডেকে বলল:
সেই তো ঘুরে ফিরে একই জায়গা চলে এল,
এভারেষ্টে পৌঁছোনর স্বপ্ন কি শেষ হয়ে গেল?


বাতাস বলল: নিজের ইচ্ছায় চলা কি যায়?
যেদিকে নিম্ন চাপ, সেদিকেই ছুটে যেতে হয়,
আকাশের মেঘ গুলোও তো সেদিকেই যায়,
সবকিছু কি, ইচ্ছে করলেই পাওয়া যায়?
মেঘজীবন তো পরনির্ভরশীল কয়েক দিনের -
এক বৃষ্টিতেই তো ঝরে পড়বে জলে, স্থলে,
কার কখন কোন স্বপ্ন পূরণ হবে, কেউ কি তা জানে?