ভুলে যাবার কোনও দিনক্ষণ থাকে না,
ইচ্ছে হলেই ভুলে থাকা যায় সব দেনাপাওনা,
হিসেবগুলো তখন আর কোনও কাজে লাগে না।
এই ইচ্ছে ভোলাগুলোতেই যত গণ্ডগোল,
কেমন যেন স্বার্থপরতার প্রলেপ লাগানো,
নিজের ভালোটা বুঝে, বাকি সব মুছে ফেলা।


মাঝে মাঝেই ভবিষ্যতের জন‍্য বড্ড চিন্তা হয়:
যদি আমাদের অবলম্বনগুলো আমাদেরই ভুলে যায়?
কোনদিন প্রকৃতিও যদি আত্মভোলা হয়ে যায়?
নদী যেমন জলের প্রাবল‍্যে, নিজের পথ ভুলে যায়,
খাঁচার দরজা খুলে বন্দি জীবন তো হামেশাই চায়
ভুল করে হারিয়ে যেতে, নীল দিগন্তের সীমাহীনতায়।


একটা ছোট্ট ভুলের মাশুল, সারা জীবন গুনতে হয়,
কেউ অন‍্যের ভুলের ওপর নির্ভর করেই জীবন কাটায়,
যদিও ঠিক কিংবা ভুল সবটাই আপেক্ষিক পর্যবেক্ষণ,
তবুও কখনও কখনও মনে হয়, সকালে ঘুম থেকে উঠে
যা কিছু অতীত সব ভুলে গিয়ে,
যদি নতুন করে একটা প্রথম দিন শুরু করা যেত...