০১
আমার ঘড়িতে
সময় চুরি হয়ে যায়
জীবনের রঙে


তা দিয়েই স্বপ্ন বোনা
জীবনের অন্য গল্প


০২
সারারাত বৃষ্টি
হাওয়ায় মনে-পড়ার ঢেউ
স্মৃতির চশমায় চোখ


অপলক চেয়ে থাকা
সোনালী অন্ধকারে


০৩
পাখি উড়ে যায়
শূন্য ডাল দোলে একা
হারানো বাতাস


গন্ধ খুঁজি বাতাসে
তাকিয়ে শূন্য ডালে


০৪
নদীর জলে হাত
সাঁতরে বেড়ানো সময়
স্পর্শে শিহরণ


জাগে দিন শৈশব নিয়ে
ভেসে ভেসে তরঙ্গে


০৫
বুকের ভিতর নীল
কখনো আকাশ হয়ে
ব্যথায় কখনো


বাতাসে ঘুড়ি উড়াই
সুতো কাটে ছোবলে


০৬
পুরনো নৌকা
ঘাট বদলায় এপার ওপার
আমায় বদলায় না


প্রতিদিন নতুন দেখি
পুরনো শুধুই আমি


০৭
বইয়ের ভাঁজে খাম
তোমারই হাতের লেখা
কতদিন পাইনি


খুঁজে খুঁজে অনেক দিন
ধুলোপড়া সেই স্মৃতি


০৮
মনোরম সন্ধ্যা
মোমের আলোয় তোমার মুখ
মায়াবী জ্যোতি


ধ্যান-আবেগের তপস্যা
হৃদয়-গভীরে শান্তি


০৯
তোমার ছায়ারা
জাগিয়ে দেয় আমাকে
না থাকা সময়


অতীত হাতড়ে বেলা পার
সন্ধ্যা হলেই ভয়ের ভোর


১০
নূপুরের ধ্বনি
তুমি দুলে দুলে যাও
বাতাসে নিক্বণ


শেফালি ফুলের ছায়ায়
আমি রঙিন মোম জ্বালি