তুমি একদিন রঙ শিখিয়েছিলে
বুঝিনি কিছুই আমি
শুধু বিবর্ণ হয়ে চেয়ে ছিলাম;
লজ্জায় ধূসর !


তুমি বোঝালে –
লজ্জার রঙ আসলে ধূসর নয়
স্বভাবে- আচরণে- অনুভবে
বেগুনি হলো লজ্জার রঙ।
নীল মানেই – নগ্ন আকাশ, শূন্যতা, বিষ
লালে – রাঙা তেজ, কৃষ্ণচূড়া
সবুজে – সতেজ যৌবন আর
হলুদে- বিষণ্ণতা;  বিষণ্ণতা পেরিয়ে নতুন কুঁড়ির দিন।


তবুও রঙের অজানা আচরণে অক্ষম বোধ আমার  
আমি বেগুনি হতে হতে আবারও গাঢ় ধূসর।
ধূসরের স্বভাব জানিনা আজও,
বুঝিনা।


আজ হঠাৎ তোমাকে দেখেই
রঙ মনে পড়লো; বোধোদয় আমার !
রঙধনু সেজে তুমি সামনে এলে
গায়ে জড়িয়ে সবুজে নীলের ছোপ
বেগুনি ওড়নায় বাতাসের দোল
হাসিমাখা কৃষ্ণচূড়া ঠোঁট।


আমি চেয়ে থাকি, তাকিয়ে থাকি
গাছে গাছে পাতায় হলুদ বসন্ত
আড়ালে কোকিলের ডাক।