(০১)
আজ ঝড়ো-হাওয়া
গহিনে কাঁদে বাঁশি
ফিরে এসো দিন


(০২)
নিরালা পুকুর
পিছনে পায়ের শব্দ
ফিরে এলো কেউ !


(০৩)
শেষ রাতের বৃষ্টি
সাগর হতে নীল হাওয়া
হাওয়ায় গভীর তাপ


(০৪)
আঁধারে ঝিঁ ঝিঁ
জোনাকির ওড়াউড়ি
কে যেন ডাকে


(০৫)
আয়না তাকিয়ে
ভিতরে অনেক কথা
নির্বাক স্তব্ধতা


(০৬)
দিন মাস বছর যায়
বৃষ্টি’রা কান্না ঝরে
নিরবে আঁধার


(০৭)
ফুলে ভরা দিন
প্রজাপতি উড়াই আর
সারাদিন হারাই


(০৮)
ঝর্ণাধারায় হিম
কি যেন মনে পড়ে –
নৈঃশব্দ ছড়ায়


(০৯)
আকাশে শ্রাবণ
লুকোচুরি আলো মেঘ
প্রজাপতি দিন


(১০)
সেই দূরে কোথায়
একদিন প্রতিদিন তুমি
পূব আকাশের টিপ