আমি হাজার বছর আছি
পৃথিবীর কোনো না কোনো কোনে।


আমি সাঁঝের শাঁখ হয়েছি
দীপ তুলসী তলে  
গাঁয়ের বধূর কলসি হয়ে
ডুব দিয়েছি জলে।


আমি অভাগীর স্বামী হয়ে
অকালে গিয়েছি ঝরি
সেই বিধবার নাগর হয়েই
আদর সোহাগ করি।


আমি শান্ হয়েছি পৃথ্বীরাজের
মারাঠার মহারাজ
শের খাঁ'র তরবারী আর
শাজানের মমতাজ।


আমি যমুনার ঢেউ হয়েছি
দুঃখী মিঞার দার
লায়লা-মজনুর পিরিত হয়ে  
মান রেখেছি তার।


আমি সকালের শিশির হয়ে
ছুঁয়েছি তরুণীর পা
দিঘির জলে মরালী হয়ে
ভাসিয়েছিলাম গা।


আমি যতীনের কাজলাদিদির খোঁজে
স্বপ্নে দিয়েছি পাড়ি
আমি হয়েছি কৃষ্ণকলির  
অপরূপা সেই নারী।  


আমি কিশোরীর ওড়না হয়েছি
আলতা সদবার পায়
আমি বিরহের বেদনা হয়ে
ঝরেছিলাম কান্নায়।


এখন আমি চলেছি
অন্য পৃথিবীর সন্ধানে!


------------------
০৫/০৪/২০১৮, কল্যাণী