আমরা তৃণদল
         ও বাবুরা তোমরা কেন?
         মারাও মোদের হেন
         ঝরাও অশ্রুজল।
         মাটির সাথে থাকি বলে
         তোমরা কেন খেলার ছলে?
         রাখো পদতল,
         দেখাও বাহুবল।
         আমরা সকল ব্যথা ভুলে
         কাঁটার জবাব দিই গো ফুলে
         তাই বলে কি
         হয়েছি দুর্বল।
        
         আমরা যেমন সইতে পারি
         রক্তপাতও করতে পারি
         কাঁটায় কাঁটায় হুল ফুটিয়ে
         মরন-বাঁচন ধার না ধারি।


আমরা তৃণদল
         তোমার ঘরের পাপোশ তো নয়
         ভয় কেনো তাই করব তোমায়!
         দেখে কাস্তের আল্।
         এই জগতে্ মাথা তুলে
         বাঁচব আজি মোরা
         গড়ব তিলে তিলে
         সবুজ বসুন্ধরা।
         আমরা সকল তৃণরাশি
         মাটির গন্ধে ভাসি
         মা যে মোদের মাটি
         মাটির সুধা খাঁটি।
        
         আমরা নতুন প্লাবনধারা
         ভাসিয়ে দেবো কূল কিনারা
         নতুন সাজে সাজবে আবার
         স্বপন সুখের বসুন্ধরা।


--------------
০১/১০/২০১৬
কল্যাণী, নদীয়া