জন্মেছ বিদ্রোহী তুমি গরীবের ঘরে
ভারতমাতা রতন পাইল কুঠিরে।
শানিয়া আঘাত শোষকেরে 'বিদ্রোহী'তে
গাঁথিলা ভক্তি স্বদেশের প্রতি মনেতে।
জাগায়েছ বিপ্লবেরে নুতন করিয়া
মন্ত্রসমান কাব্য আর গান ধরিয়া।
শুনি তব ধিক্কার অবিচারীর প্রতি
তোমার লেখায় স্পষ্ট গরীবের গতি।
হে বিদ্রোহী কবি তুমি অদ্বিতীয় ভবে
পাঠকের হৃদে তুমি চিরকাল রবে।
ভরিয়াছ বাংলা কাব্যের পাত্র অমৃতে
করিলা মত্ত বাংলারে মধুর সংগীতে।
উজ্জ্বল জ্যোতি তুমি কাব্যেরই জগতে
তোমার কাব্য পাঠেতে থাকি যেন মেতে।


--------------------
১৩/০৯/২০১৬, কল্যাণী