সারাদিন ধরে রবির রক্তচক্ষু  
বাতাসের আঁড়ি ভঙ্গ করে
কানফাটা অট্টহাস্যে আর
কালিকার গাত্রবর্ণে সজ্জিত আকাশ,
ইন্দ্রবান নিক্ষেপ করছে।
চোখের কাজলে ঝরছে
কালো মেয়ের ক্ষিপ্ত রূপ।
নির্জন প্রান্তরে দাড়িয়ে থাকা
দীর্ঘ শীর্ণকায় তালগাছটি,
চক্ষুদ্বয় মোহিত করে।
বিস্তর তৃণসাগরের বক্ষ
জলকণার সংঘাতে সাদা হয়ে আসে,
তার মাঝে ঐ যে তালগাছটির
আপ্রাণ টিকে থাকার লড়াই।
জানালার শিক ধরে দাড়িয়ে
ঢেঙি মেয়ের মনে পালেদের আমবাগান।
অবশেষে নিরীহ মমতাময়ী আকাশ আর
নির্মল বাতাসে, একচিলতে মুক্ত নিঃশ্বাস!


-----------------
১৩/০৫/২০১৭
কল্যাণী, নদীয়া