সন্ধ্যাতারা সন্ধ্যাতারা
ডেকে ডেকে হচ্ছি সারা
একটি কথা বলবে কি?
বাড়ি তোমার মাটির দেশে
নাকি কোনো মায়ার দেশে?
কানে কানে কও দেখি।
বলবেনা তো! বেশ, ঠিক আছে
আসবো না আর তোমার কাছে
সইবো না আর চালাকি,
একা একা থাকবে শেষে
সঙ্গীহারা নিঝুম দেশে
বুঝবে তখন মজা কি?
আজকে তোমায় দিলাম আঁড়ি
নাইবা গেলাম তোমার বাড়ি
তাতে কি আর আসে যায়!
চাঁদমামা ঐ হাসছে দেখো
তোমার মতো গোমড়ামুখো  
নয়কো সে গো একদম নয়।


-----------------
০৪/০৩/২০১৮
কল্যাণী, নদীয়া