নিরালায় বসে
তুমি গোনো সাগরের ঢেউ
আমি ভাবি তটের কথা
ওর বুকে কত ব্যথা
বোঝে না'তো কেউ।
কামাতুর ঢেউগুলি অবিরত
আঘাত হানে নগ্নদেহে
গিলে খায় বালির কণা।
প্রতিরাতে অনিহায়
হতে হয় নোঙ্গরবিদ্ধ
সে খবর রাখো না।
রাত শেষে দিন আসে
পুনরায় খেয়া ভাসে
ও তবু হাসে না
চোখে জল আসে না।
শত শত চোখের
কাঙ্ক্ষিত বাসনা
প্রকাশ্যে আঘাত হানে,
প্রতিবাদ করে না।
হায়েনার মতো, কত
লকলকে জিভ
পিশাচী লালায় ভাসে
ভক্ষণে উদগ্রীব।
নখের তীক্ষ্ণ ডগায়
ফালি করে বুক
ফোঁটাকয়েক রক্ত চায়
লালসিত মুখ।


ও তবু কাঁদে না
আশায় বুক বাঁধে না।


*********
১৭/০৩/২০২৩
চেন্নাই, তামিলনাড়ু