জানি চলে যাব একদিন, তবুও বাঁচার আশা
ফ্যাকাসে ডায়েরিটার পাতায় পাতায়।
অনেক রাতের ঘুম কেড়ে
নীরবে চলেছে প্রয়াস, এর প্রাণ প্রতিষ্ঠায়।
অক্ষরে অক্ষরে যা বিন্দু বিন্দু রক্তসম
পাতায় পাতায় দীর্ঘশ্বাস।


হয়তো অন্তিম পৃষ্ঠাগুলি রইবে খালি
ছিঁড়ে যাবে দু চারটি পাতা।
কলম ধরার শক্তিটুকুও
রুগ্ন আঙুলগুলিতে রইবে না।
চক্ষুদুটি আর আগের মতো
প্রখর হতে পারবে না।
দিন গুনবে
পাকাপাকি ইস্তফার অপেক্ষায়।
জানি চলে যাব একদিন, তবুও বাঁচার আশা
ফ্যাকাসে ডায়েরিটার পাতায় পাতায়।
              
------------------
১১/০৩/২০১৮, কল্যাণী