পৃথিবীটা বিশাল জনস্রোতের সিন্ধু
এ জনসমুদ্রে তুমি এক জলবিন্দু।
পৃথিবীর মঞ্চে তুমি এক অভিনেতা
অভিনয়ে তোমার প্রকাশিবে গুণটা।
ভগবান প্রেরিত তুমিও এক দূত
আপন কর্তব্যে তুমি রইবে অটুট।
পৃথিবীর এই তীর্থে তুমি তীর্থযাত্রী
ফিরতে হবে তোমায় ফুরালেই রাত্রি।
মানব জনম্ নিয়ে আসলে জগতে
পারবে কি তুমি মনুষ্যত্বে ব্রতী হতে?
সময় তোমার ফুরিয়ে আসলে পরে
পাড়ি যে দেবেই অজানা দেশের তরে।
ভালো মন্দ করলে যা ভূবন মাঝারে  
গুণাগুণ বিচার হবে ঐ দরবারে।


-----------------
১৬/০৯/২০১৬, কল্যাণী