তোমার পাশ ফিরে শোবার পর
একরাশ একাকীত্ব
আমায় গ্রাস করে প্রতিরাতের মতো।
আমাদের মাঝে সেই একহাত দূরত্ব যেন
এক সাহারার চেয়ে এতটুকুও কম নয়।
বিশ্বাস করো, আমি তো এ দূরত্ব চাইনি
আমি তো চেয়েছিলাম শুধুই
সুদীর্ঘ রেশমি চুলের কিছুটা যখন
তোমার নিষ্পাপ ঘুমন্ত মুখে এসে পড়বে
আমি তখন আলতো করে
কানের পাশে গুছিয়ে দেবো সেই চুল।
আর সকল মান অভিমান ভুলে
তোমায় কানে কানে বলবো
ভালোবাসি তোমাকে!


জানি মন থেকে মেনে নিতে পারোনি আমায়
মেনে নেবেই বা কি করে
রাত্রির কর্কশ অন্ধকার আর
চকচকে দিনের আলোর মাঝে
মেনে নেবার মতো
একটিও মিল খুঁজে পাইনা যে।


তবুও, পূব আকাশে লাল টকটকে
সিঁদুরের ফোটার মতো
উদীয়মান সূর্য হয়ে ফিরে এসো নিরূপমা।
না হয় নিজের মতো করে
সাজিয়ে গুছিয়ে নিও আমায়
তোমার ড্রেসিংটেবিলে রাখা
ফুলদানিটির ফুলের মতো।
ইচ্ছে হলে খোঁপায় গেঁথে নিও দু-একবার
অথবা ফেলে রেখো কোনো এক কোণে
অন্তিম পরিণতির অপেক্ষায়।


ফিরে এসো নিরূপমা.... ফিরে এসো!


*********
১৯/০১/২০২০
কল্যাণী, নদীয়া