কত না যুগ ধরে তুমি
আছো আকাশের মনি হয়ে
                        সন্ধ্যাতারা।
কত না যুগ ধরে দেখিয়েছ দিশা
পথ ভোলা পথিকেরে নিরূপমে।
ঠিক তেমনি, তোমার হাতে হাত রেখে
দেখেছিলাম এই নতুন পৃথিবী
জীবনের উদ্যমে ৷


আজও তোমার পানে চাইলে
হৃদয়সাগর আবেগে ঢেউ তোলে।
দেখি শত শত নক্ষত্রের মাঝে
রয়েছ কত অলংকারে সেজে ।
আমার পানে চেয়ে অশ্রুজলে ভাসছো
কথাও বলছ নীরব চোখের ভাষায়।
মায়া চোখে চেয়ে হায়
হাতদুখানি বাড়িয়ে ডাকছো আমায়।
আমারও ইচ্ছা হয়
ছুটে যাই তোমার শক্ত বাহুবন্ধনে
বহুদিন পর আজ তোমায় পাবো
আমার জরাজীর্ণ পাঁজরের কোনে।


তবে তা'তো হবার নয়
না! তুমি আর আমার নেই
তুমি তো আকাশের
আমার থেকে অনেক, অনেক দুরে
যেখান থেকে আমি শুধু দেখতে পারি
আর অশ্রুসায়রে ভাসতে পারি।
তবে, তোমার সেই কোমল স্পর্শ
আমার গালে আর পাই না
তোমার সেই আদুরে চুম্বন
আমার কপালে আর পাই না,
তোমার কোলে মাথা রাখার
সেই শান্তি আর পাই না।
পাই শুধু শুনতে আমার অন্দরে
বেজে ওঠা, সেই চাপা পড়া
'মা'য়ায় গড়া সুমধুর ধ্বনিটি।


-----------------------
০৩/১১/২০১৬, কল্যাণী