টিপু যায় ইস্কুলে
পিঠে বড় ব্যাগ দোলে
        রাশি রাশি বই গোঁজা তাতে।
বাংলা, অংকের বই
জি কে, সংস্কৃত বই
        আরও কত বই সাথে।
টিপু ছোটো ব্যাগ বড়
পা করে নড়বড়
        হোঁচট না খায়।
ইস্কুল ছুটি হলে
অপু, তপু বল খেলে
        খেলার ইচ্ছে হয়।
মনে পড়ে মায়ের কথা
'না হয় অন্যথা
        বাড়িতে ফিরবি সোজা।'
খেলার শখ বিসর্জনে
বাড়ি ফেরে ভার মনে              
        নইলে হবে সাজা।
বাড়িতে ফিরলে পরে
মা দিল ভাত বেড়ে        
        'খেয়ে নে তারাতারি।'
আন্টি চলে আসে
হোমটাস্ক্ নিয়ে বসে      
        'ভাগগুলি করো তড়িঘড়ি।'
আন্টি চলে গেলে
কার্টুন দেখবে বলে        
        বায়না ধরে সে।
মা বলে 'ধুত্ তর্
ওই সব দেখা ছাড়
        বই নিয়ে বস গে!'
এরকমই দিন দিন
চলেছেই এ রুটিন
        শিশু নয় যেন এক যন্ত্র।
চাবি দিয়ে ছেড়ে দিই
পড়া আর পড়া চাই
        আজ তারা নিয়েছে এ মন্ত্র।
চুরি করে যতসব
টিপুদের শৈশব  
        বানাবে ডাক্তার ,দেখবে রোগী।
এইভাবে পদে পদে
মানসিক অবসাদে
        টিপুরাই হয় মানসিক রোগী।
          
-----------------
০১/০৮/২০১৬, কল্যাণী