তোমার বলায় .....
' যুক্তি তক্কো গপ্পো ' -- সবই ছিল
সারাৎসারে যথাযথ, রংরস মন্দ নয়
তবে শব্দব্রহ্মের দাপটে
শ্রবণ কিছু আহত  😱
আর নয় 'শব্দ' আরাধনা  (sound)
অভিব্যক্তি থাক নীরবতায় ;
নিঃশব্দতাই অনেক বেশি মুখর ---
এ কথা কি সত্য নয়,  বন্ধু !


[ এক  বিশেষ মুহূর্তে আমার এক প্রিয় সহকর্মী          শ্রী হরিপদ গায়েন মহাশয়ের সংগে কথোপকথন   কালে ]