দখিনা বাতাসে কীসের ইঙ্গিত ভরে
   বসন্ত বোধয় এসে গেছে দূয়ারে
   মধুমাধবীতে সুর ওঠে ফুলের জলসাঘরে
   মনোবীণা বাজে অব বসন্ত্ বাহারে
   দিকে দিকে রঙ্ , রসের স্রোতের মেলা
   পঞ্চশর অলক্ষে খেলে তার নীরব খেলা
   পুষ্পধনু-বাণে বিদ্ধ হলো কার হিয়া
   শতযুগের গুপ্ত প্রেম আনে তারে টানিয়া
   প্রিয় মিলনের ক্ষুধা জাগে পলে পলে
   পাগলা হাওয়ায় মাতন লাগে পালে
   ভেসে যায় দুহুমন দুরন্ত দূর দিশে
   অজানা কোন্ সে অসম্ভবের দেশে
   ফাগুন আগুন জ্বালে চঞ্চল দীপশিখা
   তাহাদের প্রেম শাশ্বত,মর্মে মর্মে লিখা....