(১)


    জীবনের গদ্য কখন যেন
    আবেগে উচ্ছাসে কবিতারই রূপ পায় ;


             (২)


    তুমি যত শব্দকথা শুনতে পাও
    বিশাল ভান্ডারে এক কণা মাত্র
    তার সহস্রকোটি গণনা-অসাধ্য, অশ্রুত
    বাজে বিশ্বচরাচর অভ্যন্তরে অবিরত
    শোনা যায় স্থির অনুভবে  ;
    
             (৩)


    পথচলি দুটি সত্তা মিলে                
    দুটি মন একসাথে বেধেঁছে
    পথের দুঃখ ক্লান্তি ভুলে গেছে
    আলো আছে শেষে জেনেছে  ;


            (৪)


    জীর্ণ শ্বাসের শেষে
    কুহেলিরাত দূর হয়    
    সূর্যশক্তিতে জন্ম নেয় পুন:
    নূতন আরেকটি সতেজ শ্বাস। ;


                (৫)


    ধ্বসস্তূপের ভিতরে একটি গর্ভসঞ্চার
    ফুলের একটি ভ্রূণ অমরার জলে
    গঠিত হৃদপিন্ড-প্রকোষ্ঠে প্রেমের স্পন্দন
    জন্ম নেবেএক বিশুদ্ধ মানবধর্ম ;


                  (৬)


    সোমলতা ঠিক পৌঁছে দেবে তোকে
    জিজ্ঞাসার পথে পথে হেঁটে                                                                                                  
    না পাওয়া সংগুপ্ত ঘরের ঠিকানায়
    পেয়ে চরম অনাকাঙ্ক্ষায় আবার
    খুব ইচ্ছে করবে নেশা নেশা হতে ...