প্রেমের দুটোহাত ধরে পথচলা পাশাপাশি মুখর, বাকি
     থেকে গেছে আরো কথা, জেগে ওঠে প্রেয়সীমুখ নির্জনে একা,                                                              
     মনের প্রসাধনে সেজেছে প্রেমিকার প্রেম, কামনায় অধীর উত্তাপ                                                                    
     শরীর ছোঁয়া, মিষ্টিচুম্বন এঁকে দিল অস্ফুট গোলাপের গালে ঠোঁটে
     দেহলতা ঘিরে, এসো এসো, আমরা দুজনে অমরাবতীতে সুখ রচনা করি ....
    
     জীবনের ওঠাপড়া হাসিকান্নায় ভরসা সংকটদিনে
     মায়ামমতা আশ্বাস আছে, জেনেছে শ্রেয়সীর কাছে
     বড়ো নিশ্চিন্ত আশ্রয়  !


                           ৪
     আমার দেশ,  জননী বসুন্ধরা  মা আমার !
     তোমার অযুত ঐশ্বর্য , নদী গিরিগুহা সাগরসঙ্গম
     সবুজ ধানখেত বিশুদ্ধবাতাস নিবিড় বনভূমি জড়ায় --
     রক্ষা করে, জন্ম দিয়েছো তোমার সন্তানেরে, অতন্দ্র
     সতর্ক দশদিক্ প্রহরিণী , আলো দাও আরো আলো                                                                          
     পথের নিশানায় যেতে যেতে,  আমার জন্মভূমি মাগো !


     ওরা আমাকে দেশ চেনায় অন্ন্ধকারে, কী অদ্ভূত হাস্যকর !
     তোমাতে জন্ম ও বেঁচে থাকা , মরণ এই মাটিতে.....
     শ্রেষ্ঠ  ' আশ্রয় ' তুমি ! অটল ভক্তি এই মন প্রাণ !
     অন্তরের অন্তঃস্থল হতে জানাই সম্মান শ্রদ্ধা.বার বার ;