ভূমিষ্ঠ শিশু কেঁদে ওঠে গর্ভ-আশ্রয় ছেড়ে ভয়ে
     চোখ মেলে চায়, বিস্ময় ! আলোর পৃথিবীর দিকে
     মায়ের গায়ের ওম আঁচলবিছানো বিছানায়, যে ঘ্রাণ শিশুটির                                                                                  
     নাকেমুখে যায়, মা মা সুগন্ধ যতক্ষণ নিতে পারে অফুরান...
                                                                
     ঘুম নেই একফোটা দুষ্টুচোখ বছর দেড় পার হয়,                                                                                        
     বুকের দুধে দাঁত বসে,  ছেড়ে দিয়ে হেসে ফের মুখ দেয়
     খুনসুটি খেলা ;খলবল হাসিতে রাত বেড়ে চলে .....
    ' শিগ্গির ঘুমা, রাইত্ হইছে কত, ওই চাইয়া দেখ বাগানে                                                                            
      বাঘা বুড়ি আইলো, অখনি ধইরা লইয়া যাইব তোরে ;                                                                      
      ঘুমা ঘুমা চোক্ বন্দ করলিনি তবে.... '
      চোখ পিটপিট, অন্ধকারে চারদিক, ভয়ে
      জড়িয়ে ধরে মায়ের গন্ধশরীর, শক্তমুঠিতে
      কাপড় আকরে ধরে, চোখে নেমে আসে ক্লান্ত ঘুম ;
      স্বস্তি, একান্ত আপন আশ্রয়ে  !


                          ২
     বাল্য,কিশোরের শিক্ষণ ভার বাপের হাতে দায়
     অংক ইংরেজি... সহজ সরলগদ্যে বুঝে নেয়
     বল কিনে দাও না!  সবাই মাঠে খেলে আবদার
     সামগ্রী সব যথাসামর্থ্য মতো খেলাঘরে হাজির
     পেয়ে খুশি ছেলে  হাসি ধরে না আনন্দ কত কত                                                                                
     বোঝেনি ছেলে পাওয়ার আনন্দে আছে বাবার কষ্ট যত
     অসুস্থ ছেলে কাতরায় ,ডাকতার সাবধানী উপদেশ দিলে
     রাত জাগে বাবা উৎবেগ, শিয়োরে বসে বসে ঢুলে
     ওঠ বাবু ওঠ, হিসু পেয়েছে তোর, আয় কোলে আয়রে
     বিছানা ভিজে যে যাবে এখনি নিয়ে যাই তোরে বাইরে
     শাদাশার্ট শাদাধুতি মলিন দরিদ্রছোপ সারামুখ জুড়ে থাকে
     অফিসফেরত ক্লান্তিদেহ,বাড়িফিরে দূর হয় সোনামুখ দেখে
     যুবাছেলে চাকরী খোঁজে ভবিষ্যত্ পড়ে আছে, বাবা ভাবে বসে
     সঠিক নিশানা দেয় আমাকে, বিপদের দিনে ছিল পাশে পাশে
     পরম-আশ্রয় প্রিয় বাবা আমার,  তাঁরে ভুলি কেমন করে
     ছেড়ে চলে গেছে মৃত্যুপারে, রয়েছো চিরঠাঁই উজ্জ্বল অন্তর জুড়ে...


     (ক্রমশ)