সবাইতো ভাল থাকতে চায় নিজের পছন্দসই নিয়ে
ভালথাকাটা হয়ে ওঠেনা তখন, অন্যের ইচ্ছেকাঁটাগুলো যখন
খুঁচিয়ে দেয় আহ্লাদে উল্লাসে তোমার অধিকার আর স্বাধীনতার পিঠে !


সবাইতো ভাল থাকতে চায় মানুষের অধিকার নিয়ে
ওরা,  অনার্যের সারল্য নিয়ে  নিজ ভূমে
মাটির স্তন্যরস, আলো হাওয়ায় প্রাণের খুশিতে বেঁচেছিল সুখে
আমি বিজাতীয় আর্যরক্তের আস্ফালন দিয়ে ঠেলে পাঠিয়ে দিয়েছি ওদের
জঙ্গল পাহাড় প্রান্তসীমা ছাড়িয়ে, উদ্ধত গর্বে
ওরা ইঁদুর বাঁদর খেয়ে মরে মরে বাঁচে এখন --
ভালথাকাটা হয়ে ওঠেনা তোমার তখন !


সবাইতো ভাল থাকতে চায় জীবনের স্বাদ আহ্লাদ নিয়ে
সিরিয়ার ছোট্ট ছেলেটা খেলছিল ছেলেবেলার দামাল হাসি হেসে
এখন ও তো পা মেলায় জন্মভিটে ছেড়ে শরণার্থিদের মিছিলে, ভয় আর ক্লান্তিতে
পরদেশে আশ্রয় চেয়ে চিঠি লেখে রাজার কাছে --
আমাদের ঘরে আগুন দিয়েছে কারা?  জ্বলে পুড়ে গেছে আমার ভায়ের মুখ
খেলার সাথী,, আমার প্রিয় খেলনাগুলো সব ....
ভালথাকাটা হয়ে ওঠেনা তো কারুর


সবাইতো ভাল থাকতে চায় নিজের বিশ্বাস, কথকতা নিয়ে,
আমার ক্ষমতা যখন ছুরিতে শাণ দেয় কষে,
তোমার বিশ্বাস এবং জিজ্ঞাসার গলায় বসাতে চেয়ে
রক্তমাখা সময়টাকে ভেবে ভেবে ...
ভালথাকাটা হয়েে ওঠেনা আর  তোর


ভালথাকাটা হয়ে ওঠে  সবার তখন
দরজাটা খুলে গিয়ে বিবেকের শুদ্ধ বাতাস
আর গুড়ো গুড়ো প্রেমের আলো যদি এসে
লাগে আমাদের সকলের গায়ে