খোলা আকাশ,  দিগন্ত ছোঁয় রংধনু
পাখিদের ডাক দিয়ে গেল....
মেঘের বিমানে ওরা ডানা মেলেছে
উড়ন্ত পাখায় রচনা করে গগনপটে
এক ভাঙা বৃত্ত, কখন তা জুড়ে গিয়ে
এক অখন্ড আলো-পৃথিবী তৈরি করে
নিয়েছে নিজেরা ...


                    ২


কত রং ; বিন্যাস বিভাজিত
শাদা যীশু জীন গেরুয়া বুদ্ধ
লাল ব্রহ্ম কালো শাক্ত কালী
জলরঙ্ লালন শরিয়ত সুফি সফেদ --
এক কোষ এক দেহ প্রাণ এক আকারে
মাটিরস টানে,শ্বাসপ্রশ্বাস আলোবাতাসে
কাঁটা মরুচর উটের পায়ে রক্ত লেগে
অনাদৃত অবাঞ্ছিত পথশিশু
প্রহরায় সারমেয়কুল -- সব সত্যি!
শুধু তোমার যেন কোথাও মৌল ভুল


অচেতন এবার চেতনে এসে
জুড়ে দাও ভাঙা বৃত্তটা .....