বিমলকান্তি কবি হতে  চেয়েছিল
খ্যাতি অর্থ যশ, যা কিছু চাওয়ার ছিল --
স্বপ্ন আঁকতো কবিতার দোরোখা পাতায় ;
চালচুলোহীন দারিদ্রঘষা নছোড়বান্ধা আশায়


কবি হতে চেয়ে ; দিশা খুঁজে দিয়েছিল
সহৃদয় কোনো নগর বাসী কঠিন দিনে             আশ্রয় যাচি জনে জনে হতাশায় ঘিরেছিল
আহার নিদ্রা লেখাপড়া মানুষ হতে গিয়ে
বীতভয় সেদিন শেষে শুনতে পেয়েছিল
আশ্বাস বাণীর বরাভয় মনে  ....


পৌঁছতে পেরেছে লক্ষবস্তুতে স্থির থেকে ,যশ
কবিপ্রতিষ্ঠা বিমল সচ্ছল সংসার , স্ত্রীসোহাগ পুত্রআদর এবং ভরপুর জীবন ইপ্সিত আশ...


শ্রীকান্তি এখন সেলেব এবিপি আনন্দ মঞ্চজুড়ে
রোদমাখা ঝলোমলো হায়, চাঁদেরহাটে জ্বল জ্বল  
আলোড়িত আলোচিত বহুস্তুত পুষ্পস্তবকের ভারে
উত্তরীয়গল পরমানন্দ পুরস্কারে বিভূষণ... ভুলতে
পেরেছে ছেঁড়াফাটা অতীত খাঁদের শ্যাওলাপিছল
দে-আল ধরে ওঠা, ভুলতে পেরেছে জীবনদাতা
শক্তিসাহসের অসময়ে যে ছিল পাশে পাশে...
ভুলতে পেরেছে নিজের ঘর স্তন্যদাত্রিঋণ  অসহায় স্ত্রীর নিষ্ঠপ্রেম  জড়বুদ্ধির পুত্রমায়া আরো রোদ্দুরের
কাছাকাছি পৌঁছতে চেয়ে ....