সংসার বিমুখ হয়ে দেহ মন হীন
শব্দের সংসারে প্রবেশ করেছো ,
শব্দব্রহ্মের ধ্যানে বসে আছো ভ্রান্তিতে
নির্বোধ- চেতন আচ্ছন্ন তুমি...


কামমোহিত ক্রৌঞ্চমিথুন রাগবসন্তে
আলাপ সাধনা করে বিলম্বিত্ বাহারে
জেনেছিল প্রেম বিরহ জীবন মৃত্যুকে ,
শোক শ্লোক পুণ্য শব্দব্রহ্ম মায়া ঘিরে...


' নারীর ললিত লোভন লীলা ' --
ক্লান্তি ভ্রান্তি এখনো ঘিরে আছে, তুমি
বিড়ম্বিত বীর্যবাহক ! উৎসে গিয়ে বিমুখে
জড়সাধনার পথে অভিযাত্রা, তোমার...


আকাশের তারা মুগ্ধ আলোয় মিটিমিটি হাসে
ডানা মেলে উড়তে চাওয়া গাছ, বসন্তবাতাস
বাজিয়ে দিক আবার জীবনসাধনার সুর
ধীরে মধ্যলয় থেকে দুরন্ত চৌগুণে
সন্ন্যাসি ! তোমার বাসনার বিবরে নেমে....