দলিতমড়া পরম অশুচি শিয়াল কুকুরে ছিঁড়ুক
দাহ অথবা দাফন জড়িয়ে কী হবে
ছুড়ে ফেলে দে না জলাজঙ্গল দূরে গিয়ে
ছোটলোকের মড়া ছোঁয়াছুঁয়ি  করে
শেষে কি না নরকের ঘানি টেনে মরি
ভদ্রজনার যাতায়াত পথ অশুদ্ধ করিস
সগ্গদুয়ারে কাঁটা, কী সাহস তোদের ---
উচ্চবর্গীয় পুণ্যপিপাসুর দল লাঠিহাতে ছোটে
কোন অধিকারে রক্ষনশীল ঘাটে মড়া থুয়ে
জাত মারিস অশুচি বেজাতের দল !
নিম্নবর্গের মড়া শরীরটা  দড়াবাঁধা, যাত্রা থামে
রক্তচক্ষুআস্ফালনে মাঝপথে, সেতুর উপর থেকে
হিড়হিড় নেমে যায় স্বজাতির অপমান লাঞ্ছিত
কাঁধের থেকে নদীচর জঙ্গলে  কাক শকুনের
ভোজ্য হয়ে সৎকার বর্ণশুদ্ধি বাঁচিয়ে