একটু স্পেস দাও আমাকে,  হে মহামানব !
ভিন্ন ভিন্ন মতাকীর্ণ এই বিশাল সমাজে একটুখানি স্পেস
আমি শ্বাস নিয়ে বাঁচি,সবার আনন্দে হাসি দুঃখে কাঁদি তবে
নির্ভয়ে মনের কথা বলি -- সুবিধাভোগীর চোখের আগুন
পুড়িয়ে মারতে চায় অসঙ্গতির কথা শোনালে, লিংগ অভেদে
সমান বাঁচার অধিকার আমজনতার দুঃখ কষ্ট.... ক্ষমতাভোগীর
ছলচাতুরী চোখে আঙুল দিয়ে দেখালে,
একটুখানি স্পেস নিজের কথা নিজের মুখে বলতে  ;


একটুখানি স্পেস দাও আমাকে, হে মহামানব !
তোমাদের রসদে সিঁধ কাটে কারা, থাবা বসায় খিদেয়
চর্বি, বসা জমে টাকার পাহাড়ে, আফিং মেশায় তোমার সুস্থ-
ধর্মে,স্বাজাত্য অভিমান দরদিমিথ্যে শেখায় দেশভক্তিতে ,
দেশদ্রোহী  তকমা আঁটে আমার তোমার হক্ কথায়, লবনাক্ত-
পিঠে -- একটু স্পেস দাও সে কথাটা বলতে  ;


একটু স্পেস দাও আমাকে, হে মহামানব !
দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে, আমার মনন
কথন চেতন অবরুদ্ধ, বিষাক্ত লোভ স্বার্থথপর কড়া
হাতগুলো ধেয়ে আসছে গলা টিপে স্বর আটকাতে
একটু স্পেস দাও, অন্তত নিজেশুনি নিজের কথা
নিজের ভাবনা একা মুক্তিহাওয়ায় বসে  ;