সূর্যওঠা ভোরের আগে ভোর হয় প্রতি দিন
সবজিবেচা হরেনের , রাতের ক্লান্তিঘুম ভেঙে
বিছানা ছেড়ে দৌড়োয় রুজির টানে,আহিরিটোলা
বাজার, ফুটপাতের এক ধারে দোকান সাজায়
ব্যবসা কাঁচামালের,পসরা গুছোয় থরে বিথরে...


তখনো আবছাঅন্ধকার ল্যাম্পোস্টে আলো জ্বলে
ভাঁজকরা কলাপাতা দিয়ে খোপে খোপে ভাগ ভাগ
ঝিঙে পটল বেগুন মূলো শীতের সবজি টাটকা নতুন
ঢ্যাড়স বাঁধাকপি বিন কুমড়ো কাঁচা বর্বটি সিম--
দ্রুতহাতে সাজায় বিশাল বিশাল বাজড়াপেতে...
দূরে সরিয়ে শীত গ্রীষ্ম বর্ষার তাপ অনুভূতি
হাড়ভাঙা খাটুনিখাটার জোর শরীরে এনে
হরেন দোকান সাজায় বেঁচে থাকার রস সংগ্রহে,


পাঁচ পাঁচটা পেট ঘরে দুবেলা খেতে নুন আন্তে
ফুরোয় পান্তা, লড়াই !  লড়াই তাই  বেদম ভারী,
ভারী ভাবনা কেনাবেচাতে কতো আয়!সামাল দিতে,
ভাঙাবাজার শেষে কিনতে হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য
চাল তেল নুন দুর্মূল্য, পড়নের কাপড় বউএর
ছেলেদের জামা, খাতা পেন্সিল সরঞ্জাম পড়ার


ঘরে ফিরে ঢলন্ত বেলায়, চান সেরে গোগ্রাস বিশ্রামহীন
পরের দিনের প্রস্তুতি গ্রামগঞ্জ ঢুঁড়ে সংগ্রহ কাঁচামালের
দ্রুত সাইকেলে পা চালিয়ে, মীরপুর বারাইপুর
মালিকের বাগান খুঁজে খুঁজে  নাবিয়ে নিয়ে আসে কলাকাঁদি থোড় কচি মোচা, কিছুটা লাভ বেশি বেচে...


দিন মজুর প্রান্তিক চাষী নিম্ন আয় দিন গুজরান অতি কষ্টে
-- ওদের মতো হরেন ব্যাপারীরা কঠিন হাল ঠেলতে জীবনসংগ্রামে নামে প্রতিদিনই সূর্য ওঠা ভোরের আগে