মৃত্যুর ধ্বজা উড়িয়ে দুরন্ত ছুটছে মহামারণ ভাইরাসের কালোঘোড়ার রথ তামাম দুনিয়ার
লড়াইয়ের ময়দানে ময়দানে, অতিমা'র রাহু
গিলছে ধনী নির্ধন আশিশু লিংগ অভেদে
বয়োঃবৃদ্ধ ন্যুব্জদেহ নির্বিশেষে এখনো ;
এখনো অবাধ্যগতি। মহাসংকটে অসহায়
যুদ্ধহারের দল দিশেহারা একটাই আর্তি --
আরো দাও প্রাণ আরো দাও প্রাণ সুস্থ
সুন্দর পৃথিবীতে ছড়িয়ে আলো আর আলো
উন্মুক্ত মুখর আকাশ ঘিরে বাতাস মুগ্ধ
ঝর্ণার জল নদী সাগর চঞ্চল অটল গম্ভীর  পাহাড়চূড়া ; মায়ের স্নেহমায়া প্রেয়সীর প্রেমে
বৎসলা যাপনবিলাস জীবনের মানে পড়ে আছে যে
-- এ যে মহাশত্রু মহাত্রাস বিধ্বংস রক্তবীজানু
কষ্টশ্বাস দুর্বল প্রাণ উপড়ে নিলো লাখে লাখে
ভয়ংকর, কোন শক্তি প্রতিহত করে কোন
প্রতিষেধক জীবনদায়ী আছে কোথায়...


এগিয়ে চলো বীর, আছো আমাদের শক্তমনে
থামাও থামাও এবার উদ্ধত রথের চাকা
মহাশক্তি জীবন-এষণা ! শ্মশানে কবরে
ছিটাও সঞ্জীবনী জল অভয়কথা ভীতজনে
হে মহাজীবন !  তুমিই পারো,তুমিই পারো সফল
বিপুলা বিশ্বের জীবন বাঁচাতে,জীবন বাঁচাতে