কে যেন কাঁদে... গুমরে গুমরে,
       মেঘছাওয়া ধমনীতে বুক পাতলে টেঁর
       পাই কম্পন শব্দহীন কত কথা কত ব্যথা ...
       কে কাঁদে ও !


       বৃষ্টিতে ভিজেযাওয়া রক্তস্রোত গতিহারা চুপ!
       শিবসতী গ্রন্থির সংকেত পেয়ে
       কখন যেন  আবার উজ্জীবন,
       রক্তবাহে হে ক্ষণিকের অতিথি
       প্রেমের জোয়ারে ভেসে আসে,
       ভাটার টানে ফিরিয়ে নিয়ে গেল যে আবার
       কে কাঁদে ও !


       পুব গগনে অরুণ আলোয়
       পাখিদের ভোরাই সুরে গান সুরু
       দিকে দিকে কত রং ফুলে ফুলে
       পাতায় পাতায় সবুজ, প্রথম ভোরের
       সূর্যলাল মধ্যদিনের হলুদ দিগন্তনীল,
       আকাশ জুড়ে দেখা যায় ফিরোজার গান... এলে মনোহর,
       গোধুলির আরক্তরূপে তুমি সন্ধ্যাদীপের শিখা,
       মেঘমালা মেঘবালা, মোহিনীচন্দ্রমার পূর্ণিমা রাত .....
       থামুক কান্না, ডাকছে ডাকছে ......
       হেসে ওঠো জীবনানন্দে