দিন রাত কুরে কুরে খায় এক বোধ
    হাত পা কামড়াতে  ইচ্ছে করে  --
    রাহুর মুখে অনবরত জনমোহিনী প্রতিশ্রুতির                                                                                    
    বন্যা, সকলের কানে মনে প্রাণে প্রবেশ করে
    মোহিনীমায়ায় দেশপ্রেম জাগে, আপ্লুত...
    পরমুহূর্তে রি রি জ্বালায় জ্বালা করে শরীর
    মনে হয় আরেক বার সুদর্শণচক্রটা নামুক গলা ছেদনে
    'ভ্যালারে নন্দলাল' হয়ে বেঁচেথাকা  কেন !  


    দরিদ্র কৃষক থরে থরে আত্মহত্যা করে
    মহাজনী ঋণ শোধ দিতে না পেরে...
    দাবি আন্দোলন, মিছিলের পায়ের তলা থেকে!
    কিষাণের নিশান ওড়ে, বহু দূরত্ব পাড়ি দিতে
    শাসকের দরবারে , চল্লিশ ডিগ্রির পিচ পথে পথে হাজা-                                                                  
    চামড়া ছিড়ে রক্তমিশ্রিত মাংসের হা মুখ খুলে যায় ...


    সীমান্ত প্রহরা দিতে ইতস্ততঃ শত্রুর বুলেট গিলে
    জোয়ানের লাশগুলি শোয় চিরঘুমে, সন্তানহারা মায়ের ক্ষত-
     বুকে ক্ষরণ শেষ হয় না ,আমরা তবে বাঁচি পরম নিশ্চিন্তে
    __ নিষ্কর্মাবোধ বসে বসে সময় গোনে  !