উৎসর্গ  ::   শিক্ষক শ্রী হরিপদ গায়েন


ভিন্ গা ছেড়ে ক্লান্ত যোজন পথ উড়ে একদিন
তুমি এসেছিলে এ গাঁয়ে, আমাদের গাঁয়ে,
তোমার আরণ্যক পাখায় লেগেছিল লোনামাটির দাগ
বাদাবনের গন্ধ,  বিপন্ন রাত শেষে বুঝি আলোভোর
দেখেছিলে এখানে, বাসা বাঁধলে।
অচেনা এগাঁয়ে বিজাতিয় প্রেম তোমার অভীক বুকে
বারে বারে কাঁপন দিয়েছিল তখন,তেঁতো
আবার মন তোমার পালাই পালাই, শেষ পর্যন্ত সব কালো ভালো
অভিযোজন সেরে তুমি খাঁচায় স্থির হলে ।
এখানে ক্রমশ সোনার পিঞ্জর তোমাকে সুখ দেয়,নিশ্চিন্তি                                                                      , আগামী কাল, তারপর আরো আগামী কাল, আরো...
তোমার দুরন্ত পাখায় শান্ত হাওয়া,  কত স্বপ্নরাত সফল হল,
কত বন্দী সকাল স্বর্ণগোধুলি পার হল, এতদিনে...!


এইবেলা মনে পড়ে কি তোমার ও গাঁয়ের কথা  
সেই কবেকার সংগ্রামী ক্রান্তিকাল,  তেপান্তরের আঁধার
লোনা বাতাসে মরে যাওয়া ধান,  অভুক্ত ছেঁড়া জঠরে দাউদাউ আগুন
হাড়ভাঙা ঘামে ভেজা বিষণ্ণ বাতাস, ঘুমন্ত নিঃশব্দ কালরাত্রি  !
মন পড়ে তখন তুমি শোষিত প্রাণের কাছাকাছি ?
বঞ্চিতের পাশে সাহসী আশ্বাস, তুমি ঘুমভাঙানি গেয়েছিলে ডালে ডালে
যে সুরে জেগেছিল ঘরে ঘরে  ঘুমন্ত চেতনা, মুখর মূক্ শোষণ যন্ত্রণা  --
তুমি কানে কানে বুনে দিয়েছিলে প্রতিবাদ প্রতিরোধেের মন্ত্রবীজ
লড়াই লড়াই... সভ্য উন্নত সাম্য সমাজ চেয়ে .....
এইবেলা ফিরে যাবে কি একবার আর
ধূসর ধূ ধূ প্রান্তর, লোনানদী  মেঘলা আকাশ বিথার
তারি তলে  সেদিনের খোঁজে ....!!