উচু আকাশের গায়েজড়ানো মোটা 'ওজোন' চাদরটা
জায়গায় জায়গায় ফোঁসে গেছে, পৃথিবীনিসৃত বিষ
কার্বণ নাইট্রো মিথেন অসাইড ইত্যাদি গ্রীনহাউস
গ্যাস মানুষের অতি লোভসঞ্জাত....


নদী কিনছে সমুদ্র বেচে দিচ্ছে, চল জঙ্গলে চল
করাত চালাই , সাফা করি,উন্নয়ন এবং নাফার ঢল
জলবায়ুদূষণে সবুজের সারা দেহে ক্ষত, মরণ !
কে তোয়াক্কা করে, আমি বাঁচলে বাপের নাম...


সুযোগ পেয়ে অতিবেগুনির দল ছেঁড়াফুটো দিয়ে
অনায়াসলব্ধ প্রবেশ পৃথিবীর পরিমন্ডলে, অতি সক্রিয় তেজস্ক্রিয়ঃ এখানকার গুপ্তবিলাসী কীটানু
জীবানুকুল পরমসুখে মানুষ ও প্রাণিদেহে, আশিয়ানা
গাঁড়ে পৃথিবী নিত্যনূতন অসুখ মহামারি দেখে...


এবার তোরা মানুষ হ মরণমুখিরা,সভ্যতার মহাসংকট! না হলে ভবিষ্যতের প্রত্নতাত্ত্বিকেরা
কবর খুঁড়ে বার করবে তোদের অনাচার, লজ্জা
লুকাবি কি করে লুব্ধবিবেকের নষ্ট ইতিহাস...